📌মুসলিম ইউনিভার্সিটির নিজস্ব সিলেবাসে প্রণীত কুরানিক এরাবিক কোর্স "ইলাল কুরআন"। 📌 ছেলে ও মেয়েদের জন্য পৃথক ক্লাস অনুষ্ঠিত হবে।
কুরআন বুঝতে মুসলিম ইউনিভার্সিটির নিজস্ব সিলেবাস, যা দুইটি লেভেলের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
এই কোর্সের মাধ্যমে কোরআনিক আরবি শেখার পাশাপাশি বুনিয়াদি আরবির দক্ষতাও অর্জিত হবে, ফলে পুনরায় বেসিক আরবি পড়তে হবে না। আরবী ভাষায় দক্ষতা বৃদ্ধির যাত্রা অব্যাহত রাখতে পারবেন।
আমাদের সিলেবাস টি এমন ভাবে সাজানো হয়েছে যে এই দুইটি লেভেল সম্পন্ন করার পর শিক্ষার্থী একজন আলেম হওয়ার পথে যাত্রা অব্যাহত রাখতে পারবেন, যাতে তিনি সরাসরি আরবি থেকে ইসলাম অধ্যয়ন করতে সক্ষম হন।
লেভেল-১
(ক) কোরআনের শব্দ দিয়ে আরবি ভাষা শিক্ষা শুরু হবে।
(খ) সহজ কোরআনিক শব্দ ও বাক্যের মাধ্যমে ধীরে ধীরে কোরআনের বাক্য বুঝার সক্ষমতা তৈরি করা হবে।
লেভেল -২
(ক) মৌলিক আরবি ভাষার সাথে অভ্যস্ততা গড়ে তুলে তা গ্রামারের সাথে সংযুক্ত করা হবে।
(খ) কোরআনের বিভিন্ন সূরা ও আয়াতসমূহ তাদাব্বুরের সাথে পড়ানো হবে।
write_a_public_review