WhatsApp Icon

Scholarships

Muslim University শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ এবং আর্থিক প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ধরনের স্কলারশিপ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করে থাকে। আমাদের স্কলারশিপ প্রোগ্রামগুলো শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার হ্রাস করতে এবং উচ্চশিক্ষার সুযোগকে আরও সহজলভ্য করতে সহায়তা করে।

স্কলারশিপের ধরনসমূহ:

  1. মেধা ভিত্তিক স্কলারশিপ:
    এই স্কলারশিপটি মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যারা একাডেমিক ক্ষেত্রে চমৎকার ফলাফল করেছে। সাধারণত, পূর্ববর্তী শিক্ষার সিজিপিএ বা গ্রেডের ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হয়।

  2. আর্থিক সহায়তা স্কলারশিপ:
    আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। প্রার্থীদের পরিবারের আর্থিক অবস্থা যাচাইয়ের পর এই স্কলারশিপ প্রদান করা হয়।

  3. বিশেষ কৃতিত্ব স্কলারশিপ:
    যেসব শিক্ষার্থী সামাজিক, সাংস্কৃতিক বা ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে, তারা এই স্কলারশিপের জন্য বিবেচিত হয়।

  4. গবেষণা স্কলারশিপ:
    স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়, যারা গবেষণার ক্ষেত্রে বিশেষ আগ্রহী এবং দক্ষ।

  5. নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ:
    নারী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে বিশেষ স্কলারশিপ প্রদান করা হয়, যা তাদের পড়াশোনার ব্যয় হ্রাস করতে সহায়ক।

  6. প্রতিযোগিতা ভিত্তিক স্কলারশিপ:
    বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতা বা পরীক্ষার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হয়।

স্কলারশিপ আবেদন প্রক্রিয়া:

  1. আবেদন ফর্ম পূরণ:
    শিক্ষার্থীদের নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসসহ জমা দিতে হবে।

  2. ডকুমেন্ট যাচাই:
    শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল, পরিবারের আর্থিক অবস্থা এবং অন্যান্য কৃতিত্বের ভিত্তিতে যাচাই করা হবে।

  3. স্কলারশিপ কমিটির সিদ্ধান্ত:
    স্কলারশিপ কমিটি আবেদনগুলো পর্যালোচনা করে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করবে।

স্কলারশিপের সুবিধা:

  • টিউশন ফি হ্রাস: শিক্ষার্থীদের টিউশন ফি আংশিক বা সম্পূর্ণভাবে মওকুফ করা হয়।
  • প্রতিমাসে ভাতা: কিছু স্কলারশিপে শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা প্রদান করা হয়।
  • গবেষণার জন্য বিশেষ তহবিল: গবেষণার জন্য নির্ধারিত স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের গবেষণায় আর্থিক সহায়তা পায়।

Muslim University শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও আর্থিক সহায়তার মাধ্যমে একটি সমৃদ্ধ শিক্ষার সুযোগ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।