WhatsApp Icon

আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক

Teacher Photo

আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক

Designation: ইসলামিক স্কলার

Qualification: ফারেগ,দারুল উলূম দেওবান্দ, ভারত ও অনার্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়।

Faculty: Arabic Language Learning

Biography:

জন্ম গাইবান্ধায়। বেড়ে উঠা রাজশাহীতে। পিতা আব্দুর রাযযাক বিন ইউসুফ, মাতা উম্মে মারিয়াম রাযিয়া। উভয়েই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন। তাদের হাতেই লেখকের পড়াশোনার হাতেখড়ি। কুরআন ও হাদীছের উচ্চতর জ্ঞান অর্জন করেছেন দারুল উলুম দেওবান্দ, ভারত ও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব থেকে। কুরআন মাজীদ হিফয সম্পন্ন করেছেন গিলেটবাজার মাদরাসা বানারস থেকে।

তার অন্যতম শিক্ষকগণ হচ্ছেন মাওলানা বদিউজ্জামান (রহ.), শায়খ আব্দুল খালেক সালাফী, মুফতী সাঈদ আহমাদ পালানপুরী, মাওলানা নিয়ামাতুল্লাহ আ'যমী, মুফতী হাবীবুর রহমান আ'যমী, শায়খ আওয়াদ আর-রুওয়াইছী, শায়খ আয়মান আর-রুহাইলী, শায়খ আনীস ত্বাহের, শায়খ আব্দুল বারী বিন হাম্মাদ আল-আনছারী, শায়খ মুহাম্মাদ বিন হাদী আল-মাদখালী প্রমুখ।

হাদীছ নিয়ে গবেষণা ও লেখালেখি করতে ভালবাসেন। গবেষণার পাশাপাশি দেশে সমাজ সংস্কার ও সেবামূলক কাজ করে যাচ্ছেন।সর্বস্তরে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে আদ দাওয়াহ ইলাল্লহ-এর মাধ্যমে দেশব্যাপী মক্তব প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছেন। সম্প্রীতি তিনি ইউনিভার্সিটি অফ ডান্ডি, যুক্তরাজ্য থেকে  ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স এ মাস্টার্স শেষ করেন।