WhatsApp Icon
Assalamoalikum.Welcome to Muslim University....

News Portal

Date: 02-11-2024, 12:32 pm

Author: আল জামিয়া আস সালাফিয়া কর্তৃক আয়োজিত

সালাফি কনফারেন্স ২০২৪-২৫

রাসূল প্রেমিকগণের জন্য একটি সুবর্ণ সুযোগ!


আল্লাহর হাবীব মুহাম্মাদ (সা) এর জীবনীর উপর একটি ব্যতিক্রমী কনফারেন্সের আয়োজন করা হয়েয়ে 

যেখানে দেশ ও বিদেশের বিজ্ঞ আলেমগণ রাসূলের জীবনের বিভিন্ন অংশের উপর নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখবেন। ফলত যারা কনফারেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্হিত থাকবেন তারা জীবন গড়ার সর্বোত্তম আদর্শ আমাদের রাসূলের একটি পূর্ন জীবন চিত্র নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ।

বিশেষ ভাবে  আপনার ও আপনার পরীবারের  সদস্যদের জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষা নিতে আমাদের সালাফী কনফারেন্সে যোগদান করুন।